ইংরেজ বাজার

কংগ্রেসের মনোনয়নের মিছিলে জাতীয় পতাকা, তুঙ্গে বিতর্ক

 

দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরীর মনোনয়নের মিছিলে জাতীয় পতাকাl আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্কl বিতর্কে জড়িয়ে পড়ে বাম কংগ্রেসl

    সোমবার ছিল বাম কংগ্রেস সমর্থিত জোট উত্তর মালদা কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম ও দক্ষিণ মালদা কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর মনোনয়ন দাখিলের দিনl শহরজুড়ে মিছিল করে জেলাশাসক অফিসে মনোনয়ন দাখিল করতে আসেন দুই প্রার্থী মুস্তাক আলম ও ঈসা খান চৌধুরী। কিন্তু দেখা যায় দক্ষিণ মালদা কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর মিছিলে জাতীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেসের এক কর্মীকে। আর এটাতেই শুরু হয় রাজনৈতিক বিতর্কl

    দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি জানান, আজকে কংগ্রেস জাতীয় পতাকা নিয়ে মনোনয়ন জমা দিতে আসছে সেটা দেখা যাচ্ছেl এটা মানুষকে বিভ্রান্ত করা ছাড়া কিছুই নইl এই কংগ্রেস ৭০ বছর ধরে ভারতবর্ষকে রসাতলে পাঠিয়েছে, আজকের তারাই ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে আসছেনl

 

    মালদা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাবলা সরকার জানান, আজকে কংগ্রেস দল তারা মনোনয়নপত্র জমা দিতে আসার সময় তাদের মিছিলে দেখা যাচ্ছে কংগ্রেস কর্মী কে জাতীয় পতাকা নিয়েl কংগ্রেস এবং বাম তারা জানে না কংগ্রেসের পতাকার সঙ্গে ভারতবর্ষের জাতীয় পতাকা আলাদাl জাতীয় পতাকা রাষ্ট্রীয় পতাকাl এটা কোন ব্যক্তিগত রাজনৈতিক দলের পতাকা নয় যখন খুশি তারা জাতীয় পতাকা হাতে নিয়ে নিবেন এটা উচিত নয়। বামফ্রন্টের পতাকা কংগ্রেসের পতাকার সঙ্গে জাতীয় পতাকা মিলিয়ে নিবেন এটা কখনো কাম্য নয়l এটা অন্যায় কাজl এটা নির্বাচন কমিশনের নজরে আনা উচিত।

 

    যদিও বিজেপি তৃণমূলের উঠা এ মন্তব্যের পাল্টা দিয়েছেন বামফ্রন্ট মালদা জেলা সিপিআইএমের জেলা সম্পাদক অম্বর মৈত্র জানান, ভারতের জাতীয় পতাকা আমি যে কোন সময় বহন করতে পারি এটা কোন বড় বিষয় নয়l ইনসাফ যাত্রাতেও জাতীয় পতাকা ছিল সামনেl ভারত জোরো যাত্রাতেও জাতীয় পতাকা ছিল।